Follow Us

দর্শকদের চমকে দেবেন মানসী ‘কে আপন কে পর’ – এর নতুন ট্র্যাক দিয়ে

দর্শকদের চমকে দেবেন মানসী ‘কে আপন কে পর’ – এর নতুন ট্র্যাক দিয়ে

বাংলা ধারাবাহিক জগতে স্টার জলসা একটি অন্যতম চ্যানেল। স্টার জলসার সকল ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘কে আপন কে পর’।

প্রায় তিন বছর ধরে স্টার জলসার সাড়ে সাতটার স্লটে সফলভাবে রেটিং ধরে রেখেছে এই সিরিয়ালটি। এটি একটি সফল ধারাবাহিক।

এত দীর্ঘ সময় ধরে চলা সত্ত্বেও দর্শকরা একটু আগ্রহ হারাননি, সিরিয়াল টির প্রতি।

Manoshi
Image: Google

আরও পড়ুনঃ বিয়ে করছেন বরুন ধাওয়ান! জানুন পাত্রী কে?

যথাসময়ে নতুন ট্যুইস্ট নিয়ে নির্মাতারা দর্শকদের মনে এক অন্যরকম কৌতূহল জাগিয়ে রেখেছেন।

সম্প্রতি সিরিয়ালটিতে সৃষ্টি হয়েছে 1 নতুন মোড় যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। মানসী কে এর আগে দর্শক রূপকথার চরিত্রে দেখেছেন ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালে।

Manoshi
Image: Jago Protidin

আরও পড়ুনঃ রণবীর সিং তাহলে ঘরজামাই হলেন?

শুধু সিরিয়াল জগত নয় মানসী ওয়েব সিরিজ এর দুনিয়ায় ও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন।

সে পৌরাণিক হোক বা সামাজিক যে কোন চরিত্রে অভিনেত্রী মানসী সাবলীল। তাহলে কি তারই নতুন চরিত্র জবা পরমের জীবনে নতুন ঝড়ের সংকেত?

তার চরিত্র সম্পর্কে এখনই বেশি কিছু বলা চলবে না, কারণ সামনে রয়েছে বেশ কিছু বড় চমক!

Manoshi
Image: Facebook Profile

আরও পড়ুনঃ তুমি তো আমার দাদার মতো তাই প্রেম করতে পারব না ! করিনা বললেন অভিষেক কে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি মুখ খুললেন, ” আমার গল্পটা কিছু এরকম ভাবে শুরু হয়েছে আমার স্বামীর হৃদপিণ্ডটা রয়েছে পরমের শরীরের মধ্যে, জন্য আমি আমার স্বামীকে পরমের মধ্যে খুঁজে পাই”।

এরকমই একটি গোলমেলে ব্যাপার দিয়ে শুরু হচ্ছে তার এই নতুন চরিত্র। আশা করি অনেকটা সফল হবেন তিনি।