Follow Us

মারা গেলেন বিশিষ্ট অভিনেতা নিমু ভৌমিক

মারা গেলেন বিশিষ্ট অভিনেতা নিমু ভৌমিক

অভিনেতা নিমু ভৌমিকের জীবনাবসান

মারা গেলেন অভিনেতা নিমু ভৌমিক। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার গড়িয়ায় নিজের বাড়িতেই শেষ নি‌ঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

পরিবার সূত্রে জানানো হয়, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালেও ভরতি ছিলেন বেশ কিছু দিন। কয়েক দিন আগেই হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

 

 

১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত দিনাজপুরে হন্মগ্রহণ করেন নিমু ভৌমিক। কলেজে পড়ার সময়েই চলে আসেন কলকাতায়। স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। অল্প বয়সেই সেলুলয়েডে সুযোগ পান নিমু ভৌমিক। একাধিক জনপ্রিয় বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। স্ত্রীর পত্র, দাদার কীর্তি, নদীর পাশে-সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

রাজনীতিতেও নেমেছিলেন এই অভিনেতা। একটা সময়ে সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর সংস্পর্শে থাকতেন। কিন্তু পরে যোগ দেন বিজেপি-তে। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি তাঁকে রায়গঞ্জে প্রার্থীও করেছিল। কিন্তু হেরে গিয়েছিলেন তিনি।

 

বার্ধক্যজনিত রোগভোগে গড়িয়ার বাড়িতেই আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে টলিউডে শোকের ছায়া।