Follow Us

KKR জিতেছে বলে রাস্তায় বেরোয়নি কয়েক শত RCB, CSK ফ্যানরা জানুন বিশদে

KKR জিতেছে বলে রাস্তায় বেরোয়নি কয়েক শত RCB, CSK ফ্যানরা জানুন বিশদে

প্রতি বছরের মতোই এ বছরের আইপিএলের সিজন শুরু হয়েছে। আবার ভারতবাসী মেতে উঠেছে আইপিএলের চরম উন্মাদনায়।

আইপিএলে কে জিতবে আর কেইবা হারবে সে কথা আগে থেকে বলা কখনোই সম্ভব নয়।

আইপিএল শুরু হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে নিজের পছন্দের টিমের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার কোনো শেষ নেই।

Image: KKR Official

লড়াই শুরু হয়েছে গত 24 শে মার্চ। এই মৌসুমের প্রথম ম্যাচের খেলেছিল ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই। অর্থাৎ ধোনী ভার্সেস বিরাট। যদিও বিজয়ের শিরোনামটা চেন্নাই নিয়ে গেলেও বিরাটের টিম খুব ভালো।

আরসিবি হারার কারনে কারনে আপত্তিকর ট্রলের শিকার হয় সোশ্যাল মিডিয়াতে। কারণ অতীত থেকেই আরসিবির হাতে কোনো কাপ নেই।

আরসিবি দলে বউ স্টার প্লেয়ার , অসংখ্য ফ্যান ফলোয়ার অনেকের আশা সত্ত্বেও আরসিবি কখনোই আইপিএলে কাপ জিততে পারেনি। এজন্য প্রতিবারের মতো এবারও সোশ্যাল মিডিয়ায় নানা ট্রল ট্রল সোশ্যাল মিডিয়ায় নানা ট্রল ট্রল হতে শুরু হয়েছে ।

Image: Google

অন্যদের মতো কেকেআর টিমের সমর্থকরাও আরসিবি কে নিয়ে অনেক ট্রল করেছিল তাই তার জবাবে আর সি বি ও সি এসকে ফ্যান রাও কেকেআর কে নিয়ে ট্রল করতে শুরু করে।

কিন্তু শেষ কয়েক ওভারে রাসেল ও শুভমান গিলের রানের বন্যা রানের রানের বন্যা কেকেআরের জিৎ ডেকে আনল। জয় হলো কার KKR KKR. যদিও ম্যাচ শেষ হবার আগেই কেকেআরের ফ্যান রা আরসিবিও সিএসকে ফ্যানদের চরম ট্রল করতে শুরু করে।

Image: KKR Fans Page

এবার আরসিবি ও সি এস কে ফ্যান রাও পাল্টা ট্রলের শিকার হয়। সেই অপমান সহ্য করতে না পেরে কিছু সমর্থক পোস্ট ছেড়ে লুকিয়ে পড়েন। আবার সূত্র থেকে জানা যাচ্ছে কিছু সমর্থক ভয়ে বাড়ি থেকে বের হয়নি।

সূত্র:- CMedia.