Follow Us

রায় দিল সুপ্রিমকোর্টের বিয়ে না করেও দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে এবার।

রায় দিল সুপ্রিমকোর্টের বিয়ে না করেও দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে এবার।

রায় দিল সুপ্রিমকোর্টের বিয়ে না করেও দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে এবার।

 

আমাদের দেশে বিয়েটাই একটি ছেলে আর মেয়ের একসাথে থাকার প্রধান উপায়। এছাড়া লিভ ইন রিলেশনশিপ আমাদের দেশে সম্ভব নয়। বাইরের দেশে অবশ্য এই ঘটনা খুবই স্বাভাবিক, সেই দেশে সেটা আইনত সম্ভব।

 

 

 

 

 

বাইরের দেশে এটি একটি অতিসাধারণ ঘটনা, কিন্তু আমাদের দেশে ছেলেমেয়ে রাস্তায় হাত ধরে ঘুড়ছে দেখলেও ভ্রু কুঁচকায়। কিন্তু সেসব দিন আর রইলো না, এবার থেকে বিয়ে না করেও একসাথে থাকতে পারবে বলে ঘোষণা করে।

 

 

 

 

 

 

বিয়ের মতো সামাজিক প্রথার সম্মুখীন হতে হবে না এক সাথে থাকতে মনের মিল থাকলেই হবে। কোর্ট থেকে বলা হয়েছে যে দুটি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি তাদের নিজেদের ইচ্ছায় একে অপরের সাথে থাকতে, সহবাস করতে ইচ্ছুক থাকে তাহলে সমাজের অধিকার নেই সেটাকে বাধা দেওয়ায়,

 

 

 

 

 

 

আমাদের সমাজে প্রচলিত আছে, যে বিয়ের আগে ছাড়া একটি ছেলে বা মেয়ে কখনওই একইসাথে থাকতে পারে না। একইসাথে থাকতে গেলে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া অবশ্যই জরুরি।

 

 

 

 

 

 

কিন্তু সুপ্রিমকোর্ট জানিয়েছে যে, দুজনের মধ্যে ভালোবাসা আর সম্মতি থাকলেই তাদের আর কোন বাধার সম্মুখীন হওয়া উচিত নয়। ভালোবাসা থাকুক প্রকাশ্যে, সমাজের কোনরকম ভয় না করে। কিন্তু অবশ্যই তাদের প্রাপ্তবয়স্ক হতে হবে।

 

 

 

 

 

 

সুপ্রিমকোর্ট এর এই রায়ের ফলে যেসব ছেলেমেয়ে রা লিভ ইন করতে আগ্রহী তারা খুবই খুশি। বিয়ে না করেই তারা এবার থেজে একসাথে থাকতে পারবে। পরিবারের সমস্যাও নেই। এই অইনকে বেশিরভাগ মকনুষই সাধুবাত জানিয়েছেন কারন উন্নত দেশগুলোতে এমন আইণ আগে থেকেই আছে, তবে কিছু কিছু মানুষ চরম আপত্তি করছেন এরকম আইন কে। অনেক চান এই আইন তূলে নেওয়া হোক ‌.

 

 

 

 

 

ভালো লাগলে শেয়ার করুন অন্যদের সাথে, এই ধরনের অন্যান্য আপডেট পেতে আমাদের পেজটি লাইক করুন, আপনার মতামত জানাতে এখানে কমেন্ট করুন।

বিজ্ঞাপন